insta logo
Loading ...
×

হেঁসেল থেকে গোখরো উদ্ধার, রঘুনাথপুরে চাঞ্চল্য

হেঁসেল থেকে গোখরো উদ্ধার, রঘুনাথপুরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:

রান্নাঘরের মধ্যে ফোঁসফোঁস শব্দ! চমকে উঠলেন গৃহস্থ পরিবারের সদস্যরা। রান্নাঘরে উঁকি দিয়েই চোখ ছানাবড়া—এক পূর্ণবয়স্ক বিষধর গোখরো বসে রয়েছে থালাবাটির পাশে। রোববার বিকেলে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় পুরুলিয়ার রঘুনাথপুরের বারিকবাঁধ এলাকায়।

জানা গিয়েছে, এদিন দুপুর নাগাদ রান্না ঘরের ভেতরে আচমকা ফোঁসফোঁস শব্দ শুনতে পান বাড়ির লোকেরা। গিয়ে দেখেন সাপটি রান্নাঘরের এক কোণে জড়িয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বন দফতরে।

খবর পেয়ে কংসাবতী উত্তর বনবিভাগের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে সাবধানে উদ্ধার করেন। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া গোখরোটি পূর্ণবয়স্ক ও সুস্থ। তাকে পরে নিরাপদে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।

Post Comment