insta logo
Loading ...
×

হিমেল বাতাস সঙ্গী করে আবার আসছে বৃষ্টি? বঙ্গে বৃষ্টির পূর্বাভাস

হিমেল বাতাস সঙ্গী করে আবার আসছে বৃষ্টি? বঙ্গে বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

হেমন্তের নীল আকাশে ঝুলছে নতুন আবহাওয়ার বার্তা। অক্টোবরের মাঝামাঝি এসে যখন পুরুলিয়া উপভোগ করছে প্রাক-শীতের হিমেল সকাল, ঠিক তখনই রাজ্যের দুই প্রান্তে ফের সক্রিয় হচ্ছে বৃষ্টি-তত্ত্ব। শনিবার থেকেই বদলাবে হাওয়ার গতিপথ। উত্তর ও দক্ষিণবঙ্গ—দুই দিকের বাতাসেই বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। যার জেরে ফের নামবে বৃষ্টি।

আবহাওয়া দফতর সূত্রে খবর, শনি ও রবিবার—এই দু’দিন দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরের দিকের দুই পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পং-এ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। নিচের দিকে জলপাইগুড়িতেও মিলবে বৃষ্টির ছোঁয়া।

অন্যদিকে, দক্ষিণবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। বিশেষ করে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতেই এই বৃষ্টির প্রভাব সবচেয়ে বেশি পড়বে বলে মনে করছেন আবহবিদরা।

তবে পশ্চিমাঞ্চলের আকাশ এখনই সম্পূর্ণ পরিষ্কার। পুরুলিয়ায় টানা তিন দিন বৃষ্টিহীন আকাশ। বুধবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৬.৯ ডিগ্রি সেলসিয়াসে, সর্বোচ্চ ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। এক দশকের মধ্যে এই সময়ে এতটা নিম্ন তাপমাত্রা খুব কমই দেখা গিয়েছে। ফলে পুরুলিয়ার গ্রামাঞ্চলে ভোরবেলা পাখা বন্ধ, আর ভোরের হাঁটাহাঁটিতে স্পষ্ট শীতের ছোঁয়া।

Post Comment