insta logo
Loading ...
×

হনুমানের হামলায় ত্রস্ত আড়শা,সুরক্ষায় হাতে লাঠি গ্রামবাসীদের

হনুমানের হামলায় ত্রস্ত আড়শা,সুরক্ষায় হাতে লাঠি গ্রামবাসীদের

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

হনুমানের আতঙ্ক আড়শায়। তাই ঘর থেকে বার হলেই
লাঠি ছাড়া উপায় নেই । যদি হামলা করে!

ওই হনুমানের কামড়ে কমবেশি জখম হন পাঁচ জন । তারমধ্যে দু’ জন মহিলা ও একজন পুরুষ। তারা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। অবিলম্বে হনুমানটিকে ধরার আবেদন জানিয়েছেন গ্রামবাসীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আড়শা ব্লকের বেলডি গ্রাম পঞ্চায়েতের বামুনডিহা ও তুম্বা-ঝালদা গ্রামের কাছে কংসাবতী নদীর ধারে কয়েকদিন ধরে একদল হনুমান দাপিয়ে বেড়াচ্ছে। তাদের মধ্যে একটি হনুমান সম্ভবত বীর হনুমানটি আচমকা মহিলাদের কামড়ে দিচ্ছে। ইতিমধ্যেই ওই হনুমানের কামড়ে বামুনডিহা গ্রামের দু’জন মহিলা ও তুম্বাঝালদা গ্রামের একজন মহিলা ও একজন পুরুষ জখম হন। বামুনডিহা গ্রামের বাসিন্দা অনিল মাহাত, পরীক্ষিৎ মাহাত জানান, “এলাকায় রয়েছে হনুমানের দলটি। তাদের মধ্যে একটি হনুমান আচমকা এসে কামড়ে দিচ্ছে। আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। ওই এলাকা ভয়ে যেতে পারছি না। আমরা অনেক বার হনুমানটিকে এলাকা থেকে তাড়িয়ে দিলেও , আবার ফিরে আসছে।”
গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে গ্রামে পৌঁছান বনদপ্তরের কর্মীরা। কিন্তু হনুমানটিকে তারা ধরতে পারেননি। বনদপ্তরের এক আধিকারিক বলেন, “ওই হনুমানের কামড়ে তিন জনের জখম হওয়ার খবর আমরা পেয়েছি। আমরা হনুমানটিকে নজরে রাখছি।”

Post Comment