নিজস্ব প্রতিনিধি , বাঘমুন্ডি:
বাঘমুন্ডিতে সাপের কামড়ে মৃত্যু হল এক মহিলার। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে এই থানার রেলা গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম কিরন সিং মুড়া (৪৫)। শুক্রবার রাতে খাওয়া-দাওয়ার পর বাড়ির উঠোনে খাটিয়ায় শুয়েছিলেন তিনি। ভোরের দিকে তাঁকে অচেতন অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। সঙ্গে সঙ্গে গ্রামবাসীদের সাহায্যে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পাথরডি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে চিকিৎসকরা কিরন দেবীকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশের প্রাথমিক অনুমান বিষাক্ত সাপের ছোবলেই মৃত্যু হয়েছে ওই মহিলার। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Post Comment