নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান :
পুরুলিয়ার বান্দোয়ান থানার সেঁকেবাসা গ্রামে সাপের ছোবলে মৃত্যু হল এক বৃদ্ধার। মৃতার নাম মতি টুডু (৭৩)। বৃহস্পতিবার ভোরে বাড়ির অদূরে শৌচকর্মে গিয়ে ডান হাতের আঙুলে সাপের কামড় খান তিনি। দ্রুত তাকে বান্দোয়ান গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলেও সকাল ৯টা নাগাদ মৃত্যু হয়। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।











Post Comment