insta logo
Loading ...
×

সভাপতির কাছে হিসাব চেয়ে ভাইরাল তৃণমূল

সভাপতির কাছে হিসাব চেয়ে ভাইরাল তৃণমূল

দেবীলাল মাহাতো, আড়শা :

দিতে হবে হিসেব। উন্নয়ন প্রকল্পের টাকা থেকে যে কমিশন মিলেছে, তার হিসেব । যে চাকরিগুলি দেওয়া হয়েছে দিতে হবে সেই হিসেবও! আড়শা ব্লক তৃণমূল সভাপতির কাছে এমন হিসেব চেয়ে ভাইরাল তৃণমূলের হোয়াটস অ্যাপ বারতা।

এমনিতে রাজ্যের শাসক দলে বিস্তর গোষ্ঠী কোন্দল রয়েছে আড়শায়। আর এবার খোদ দলের ব্লক সভাপতিকে বেনিয়মে অভিযুক্ত করে হিসাব চেয়ে বসলেন দলের কর্মীরা । বার্তার প্রেরক আড়শা ব্লক তৃণমূল কংগ্রেসের উন্নয়নের সৈনিক। ওই নামেই সভাপতির কাছে বেনিয়মের হিসাব চাওয়া হয়েছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সেই মেসেজ। (পুরুলিয়া মিরর এর সত্যতা যাচাই করেনি )

বার্তা কিন্তু স্পষ্টতই ভাবিয়ে তুলেছে ব্লক তৃণমূল থেকে জেলা নেতৃত্বকে। পুরুলিয়া জেলা তৃণমূলের নব নিযুক্ত সভাপতি তথা বিধায়ক রাজীবলোচন সরেন বলেন, “বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে দেখে পদক্ষেপ নেওয়া হবে।”

জেলা তৃণমূল যখন নতুন জেলা সভাপতি ও চেয়ারপার্সনকে নিয়ে নতুন করে ঘর গুছিয়ে নিতে চাইছে, তখন ব্লক তৃণমূল
সভাপতির বিরুদ্ধে এমন বেনিয়মের অভিযোগ সাধারণ কর্মীরাই সামনে আনায় আড়শা ভীষণ অস্বস্তিতে পড়েছে দল।

ভাইরাল হওয়া ওই মেসেজে কী লেখা?
“আড়শা ব্লক অধীনস্থ যে আটটি অঞ্চল আছে, সেই আটটি অঞ্চলের কর্মীদের অভিযোগ, আড়শা ব্লক মারফত এলাকার উন্নয়নের জন্য মোট ২৩ কোটি টাকা ব্যয়ের কমিশন আপনি যা নিয়েছেন তার হিসাব ও ৫৭ টা চাকরির কি হলো, কাকে দিয়েছেন এবং কিভাবে দিয়েছেন তার সঠিক তথ্য আমাদের জানাতে হবে।”

এভাবে সাধারণ কর্মীরা শাসকদলের কোন নেতার বেনিয়মের হিসাব চেয়ে সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছেন এবং তা ভাইরাল হয়েছে, বিষয়টি রীতিমতো নজিরবিহীন।

নাম প্রকাশে অনিচ্ছুক আড়শার বিভিন্ন অঞ্চলের নেতা-কর্মীরা বলছেন, ব্লক সভাপতি বিদ্যাধর মাহাতো কারও সঙ্গে কোনো রকম আলোচনা না করে দল পরিচালনা করছেন। অভিযোগ উঠেছে আড়শা ব্লক তৃণমূলে মোট ৪৩ জনের কমিটির কারও সঙ্গে সভাপতি কোনরকম আলোচনা করেন না।

আড়শা ব্লক তৃণমূল কংগ্রেসের উন্নয়নের সৈনিকের অভিযোগ, পঞ্চায়েত সমিতি থেকে গ্রামীণ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য যে ৫৭ জনকে নেওয়া হয়েছে কী ভাবে তাদের নেওয়া হলো? তাঁদের দাবি ৫৭ জনের মধ্যে বড়োজোর ১৬ থেকে ১৭ জন দলের লোক। বাকিরা কারা? ব্লক সভাপতিরর কাছে জবাব চেয়েছেন আড়শা ব্লক তৃণমূল কংগ্রেসের উন্নয়নের সৈনিকরা।

আড়শা ব্লক তৃণমূল সভাপতি বিদ্যাধর মাহাতো বলেন, ” অভিযোগ ভিত্তিহীন। চাকরি দেওয়ার মতো ক্ষমতা ব্লক সভাপতির আছে? এখন দলের যা বিধি সবকিছুই রাজ্য থেকে তৈরি হয়। ব্লক তৃণমূলের সঙ্গে পাঁচ হাজার নেতা-কর্মী যুক্ত আছেন। সবার সবকিছু আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যাবে? আসলে আমি এই এলাকার বিধায়ক পদের দাবিদার। তাই আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। “

বিদ্যাধর বাবু আড়শা ব্লক সভাপতির পদে ২০২২ থেকে রয়েছেন। পুরুলিয়া লোকসভা কেন্দ্রে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো হেরে যাওয়ার পেছনে যে অন্তর্ঘাত হয়েছে সেখানে শাসকদলের কাউন্সিলররা ছাড়াও ব্লক সভাপতির মত পদাধিকারীরাও রয়েছেন বলে অন্তর্তদন্তে উঠে এসেছে।
আড়শা ব্লক তৃণমূল সভাপতি বিদ্যাধর মাহাতো বলেন, ” আমি ২০২৩-এর পঞ্চায়েত ও ২০২৪-এর লোকসভা নির্বাচন করিয়েছি। এখানে কী রেজাল্ট হয়েছে তা দল দেখে নিতে পারে।”

Post Comment