নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
সন্দেহের বশে স্ত্রীকে ছুরি দিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় জখম মহিলার মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হল তার
স্বামীকে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রাহুলামি আনসারী। তার বাড়ি পুরুলিয়া মফস্বল থানার দক্ষিণবহাল গ্রামে। বুধবার ধৃতকে জেলা আদালতে তোলা হলে বিচারক তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
মঙ্গলবার এই মর্মে ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার বড়াম থানার বরিয়াদ গ্রামের বাসিন্দা তথা জখম মহিলার মা অনুলন বিবি পুরুলিয়া মফস্বল থানায় জামাই-র বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তার পরেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। জখম মহিলার মা পুলিশকে জানিয়েছেন, ২০১৬ সালে তার মেয়ের বিয়ে হয়। বর্তমানে তাদের দুটি সন্তান আছে। তবে বিয়ের পর থেকেই জামাই তার মেয়েকে মানসিক ও শারীরিক নির্যাতন করত। শ্বশুর বাড়িতে সরজিনা তার দুই সন্তানকে নিয়ে থাকতেন। কর্মসূত্রে বেশিরভাগ সময় রাহুলামী ঝাড়খণ্ডের জামশেদপুরে থাকতেন। তবে বাড়িতে এলেই স্ত্রীকে সন্দেহের কারণে মারধর করত বলে দাবি। গত রবিবার রাহুলামী দক্ষিণবহাল গ্রামে ফিরে। অভিযোগকারীর দাবি, মঙ্গলবার সকালে তিনি দক্ষিণবহাল গ্রাম থেকে খবর পান তার মেয়েকে গ্রামের অদূরে নিয়ে গিয়ে অভিযুক্ত জামাই তাকে ছুরি দিয়ে গলায় আঘাত করে। তারপর তাকে ফেলে পালিয়ে যায়। প্রতিবেশীদের সহযোগিতায় জখম মহিলাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। গলায় ক্ষত নিয়ে দেবেন মাহাত গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই মহিলা। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে সুনির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
Post Comment