নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
শ্রমিকদের স্বার্থে একগুচ্ছ দাবিতে গর্জে উঠল পুরুলিয়া শহর । কল-কারখানায় স্থায়ী কাজে শ্রমিকদের স্থায়ী নিয়োগ, ঠিকা প্রথার অবসান, জেলার শ্রমিকদের স্থানীয় পর্যায়ে কাজের সুযোগ, পাশাপাশি কল-কারখানা ও বিভিন্ন সরকারি স্কিমের কাজে যুক্ত শ্রমিকদের ন্যূনতম ২৬ হাজার টাকা মাসিক মজুরি ও ৯ হাজার টাকা পেনশন দেওয়ার দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভে নামল এআইইউটিইউসি।
বৃহস্পতিবার শহরের জুবিলী ময়দানে সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা জমায়েত হন। সেখান থেকে ব্যানার, পোস্টার হাতে নিয়ে মিছিল শুরু হয় শহরের একাংশ জুড়ে। পরে জেলা প্রশাসনিক দফতরের সামনে গিয়ে জেলাশাসকের উদ্দেশে একটি স্মারকলিপি জমা দেন সংগঠনের নেতারা।
এআইইউটিইউসির জেলা নেতৃত্বের অভিযোগ, দীর্ঘদিন ধরে শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। দ্রুত দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দেন তাঁরা।
এআইইউটিইউসি জেলা সম্পাদক
প্রবীণ মাহাতো বলেন, “আমরা বারবার সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি, কিন্তু সমস্যা থেকে গেছে একই জায়গায়। স্থায়ী কাজে অস্থায়ী শ্রমিক নিয়োগ বন্ধ না হলে ও ন্যূনতম মজুরি নিশ্চিত না হলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।”
এআইইউটিইউসি জেলা সভাপতি লবনী চক্রবর্তী বলেন, “শ্রমিকদের ঘাম আর পরিশ্রমে এই কারখানা ও প্রকল্পগুলি চলে। অথচ ন্যায্য মজুরি থেকে শুরু করে নিরাপত্তা—সব ক্ষেত্রেই তারা বঞ্চিত। এবার সরকারকে স্পষ্ট করে বলতে চাই, অবিলম্বে দাবি মানতে হবে, নইলে রাজপথই হবে আমাদের শেষ ভরসা।”
Post Comment