নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
শিবের ঘন্টা চুরি, হলো না শেষ রক্ষা। পাঁচ দিন লুকিয়ে রাখলেও শেষ পর্যন্ত ধরা পড়ল অভিযুক্ত। পুরুলিয়ার মফস্বল থানার ঘাগরজুড়ি গ্রামের শিবমন্দির থেকে চুরি যাওয়া ঘন্টাটি উদ্ধার হয়েছে প্রতিবেশীর ঘর থেকে। মঙ্গলবার ধৃত সুবল মাহাতকে আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার মন্দির পুজো কমিটির পক্ষ থেকে লিখিত অভিযোগ জমা পড়ে থানায়। অভিযোগে জানানো হয়, গত ২৬ আগস্ট পুজোর সময় মন্দিরে গিয়ে গ্রামের মানুষজন লক্ষ্য করেন মূল দরজার সামনে ঝোলানো ঘন্টাটি নেই। হঠাৎ এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গ্রামে।
গ্রামেরই এক বাসিন্দা অনন্ত গরাই রবিবার জানতে পারেন, প্রতিবেশী সুবল মাহাতই মন্দিরের ঘন্টাটি চুরি করেছে। খবর পেয়েই অভিযুক্তের বাড়ি থেকে ঘন্টাটি উদ্ধার করে কমিটির হাতে তুলে দেন তিনি। এরপরই মন্দির থেকে দুঃসাহসীক চুরির অভিযোগে থানার দ্বারস্থ হন গ্রামবাসী ও পুজো কমিটির সদস্যরা। অভিযোগের ভিত্তিতেই সুবল মাহাতকে গ্রেফতার করে পুলিশ।
Post Comment