insta logo
Loading ...
×

রেলযাত্রীদের ধনেপ্রাণে বাঁচাতে এ কী করল আরপিএফ?

রেলযাত্রীদের ধনেপ্রাণে বাঁচাতে এ কী করল আরপিএফ?

নিজস্ব প্রতিনিধি,ঝালদা:

রেলযাত্রীদের নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ নিল কোটশিলা আরপিএফ পোস্ট। স্টেশন চত্বরে যাত্রী ও স্থানীয়দের নিয়ে সচেতনতামূলক প্রচার চালিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন আরপিএফ কর্মীরা।

প্রচারে অপরিচিত কারও দেওয়া খাবার গ্রহণ না করা, রেললাইনে পশু না চরানো, এবং মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় পুরুষদের প্রবেশ না করার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে যাত্রীদের সতর্ক করা হয় ।

আরপিএফ ইন্সপেক্টর দীপক কুমার জানান, “এই উদ্যোগের মূল লক্ষ্য রেলযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা ও সম্ভাব্য দুর্ঘটনা রোধ করা। প্রতিদিন প্রচুর যাত্রী ট্রেনে যাতায়াত করেন, তাদের অনেকেই অজান্তে এমন কিছু কাজ করে বসেন, যা বিপদের কারণ হতে পারে। সচেতনতাই এই সমস্যা রোধের একমাত্র উপায়।”

স্থানীয় বাসিন্দা শশধর তন্তুবায় বলেন,
“নিয়মিত এ ধরনের প্রচার চালানো হলে যাত্রীরা আরও সতর্ক হবেন এবং দুর্ঘটনার সম্ভাবনাও অনেকটাই কমে আসবে।”

কোটশিলা আরপিএফের এই সচেতনতামূলক পদক্ষেপ যাত্রীদের প্রশংসা কুড়িয়েছে এবং রেল সুরক্ষা ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ করেছে।

Post Comment