নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:
রঘুনাথপুর তাপ বিদ্যুৎ কেন্দ্রের এফজিডি (ফ্লু গ্যাস ডেসালফারাইজেশন) প্রকল্পস্থলের শ্রমিক কলোনি থেকে চুরি গেল লক্ষাধিক টাকার যন্ত্রাংশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, গত ৩১ জুলাই প্রকল্পের কাজ শেষ হওয়ায় সংশ্লিষ্ট শ্রমিকরা তাঁদের কলোনি ছেড়ে বাড়ি ফিরে যান। এরপর ১ আগস্ট থেকে শুধুমাত্র রাতের সময় নিরাপত্তারক্ষী মোতায়েন ছিল।
এই পরিস্থিতির সুযোগ নিয়েই, সোমবার গভীর রাতে দুষ্কৃতীরা ওই কলোনির জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং মূল্যবান যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ।
বিষয়টি নজরে আসতেই, প্রকল্প আধিকারিক দেবজিত মজুমদার বুধবার রঘুনাথপুর থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে একটি চুরির মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলের আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। চুরি যাওয়া যন্ত্রাংশের তালিকা সংগ্রহ করে তল্লাশি শুরু করেছে তদন্তকারী দল।
Post Comment