insta logo
Loading ...
×

মোবাইল সারানোর আড়ালে এ কী ভয়াবহ কাণ্ড!

মোবাইল সারানোর আড়ালে এ কী ভয়াবহ কাণ্ড!

নিজস্ব প্রতিনিধি , কোটশিলা :

সারাইয়ের নাম করে মোবাইল নিয়ে টাকা হাতানো—পুরুলিয়ার কোটশিলায় এক চাঞ্চল্যকর প্রতারণার ঘটনায় এক যুবককে গ্রেফতার করল কোটশিলা থানার পুলিশ। ধৃতের নাম লাল্টু অধিকারী। সে কোটশিলা থানার গোয়ালাডি গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৩ মার্চ এই থানারই দঙ্গল গ্রামের বাসিন্দা জহুর আনসারি তাঁর অকেজো হয়ে যাওয়া মোবাইল ফোনটি সারাই করার জন্য লাল্টুকে দেন। প্রাথমিকভাবে বিশ্বাসভাজন সারাইকারী হিসেবে পরিচিত লাল্টু ওই ফোনটি সারিয়ে প্রায় দু’ঘণ্টা পর ফিরিয়ে দেন।

কিন্তু ৪ এপ্রিল জহুর আনসারি জানতে পারেন, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ডিজিটাল ওয়ালেট থেকে একাধিক লেনদেনের মাধ্যমে মোট প্রায় ২ লক্ষ টাকা সরিয়ে নেওয়া হয়েছে লাল্টুর অ্যাকাউন্টে।

পরিস্থিতি বুঝে তিনি সোজা থানার দ্বারস্থ হন এবং ১৯ এপ্রিল একটি প্রতারণার অভিযোগ দায়ের করেন। তদন্তের পর পুলিশ নিশ্চিত হয় যে এই কাণ্ডের নেপথ্যে রয়েছে লাল্টু।

বুধবার তাকে গ্রেফতার করে পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠান।

Post Comment