insta logo
Loading ...
×

মেডিকেল কলেজ চালু করার দাবিতে সত্যাগ্রহ

মেডিকেল কলেজ চালু করার দাবিতে সত্যাগ্রহ

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:

পুরুলিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল পুনরায় চালু করার দাবিতে অবস্থান সত্যাগ্রহ করল লোকসেবক সংঘ । ২৫শে বৈশাখ পুরুলিয়া পোস্ট অফিস মোড়ে অবস্থান সত্যাগ্রহ কর্মসূচিতে উপস্থিত ছিলেন লোকসেবক সংঘের সচিব সুশীল মাহাতো, কলেজের প্রিন্সিপাল ডাঃ মণীন্দ্রনাথ জানা, লোকসেবক সংঘের কর্মী দেবরাজ মাহাতো, বংশীধর সিংহ সহ অন্যান্যরা। প্রসঙ্গত উল্লেখ্য, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে ২০০৮ সালে ছাত্র ভর্তির নিষেধাজ্ঞা জারি করে সরকার। তারপর থেকেই বন্ধ হয়ে যায় কলেজ ও হাসপাতাল। ২০০৯ সাল থেকে এই হাসপাতাল সরকারি ভাবে অধিগ্রহণ করার দাবিতে লাগাতার ভাবে আন্দোলন চালিয়ে আসছে লোক সেবক সংঘ। ২০১২ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ায় এক জনসভায় ঘোষণা করেছিলেন পুরুলিয়া হোমিওপ্যাথিক মেডিকেল ও কলেজ হাসপাতালকে সরকার অধিগ্রহণ করবে। কলেজ পুনরায় চালু করা হবে। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির ১২ বছর অতিক্রান্ত। এখনও সরকারিভাবে অধিগ্রহণ করা হয়নি পুরুলিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালকে। পুরুলিয়ার মতো প্রত্যন্ত এলাকায় এই ধরনের হোমিওপ্যাথিক চিকিৎসার গুরুত্ব কতখানি রয়েছে সে বিষয়ে অবগত রয়েছেন পুরুলিয়াবাসী। তাই এই মেডিকেল কলেজ ও হাসপাতালকে পুনরায় চালুর দাবিতে আবারও আন্দোলনের পথে নেমেছে লোক সেবক সংঘ।

শুক্রবার পুরুলিয়া শহরের পোস্ট অফিস মোড়ে সকাল থেকে দুপুর পর্যন্ত এই অবস্থান সত্যাগ্রহ কর্মসূচি চলে। উপস্থিত বক্তারা জানান, আগামী দিনে এই আন্দোলন আরো বৃহত্তর আকার নেবে।

Post Comment