নিজস্ব প্রতিনিধি , মানবাজার:
মানবাজার মহকুমা আদালত স্থাপনের পরিকল্পনা বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোল। শুক্রবার মানবাজারে প্রস্তাবিত আদালত চত্বরে জমি ও বিকল্প রাস্তা পরিদর্শন করলেন পুরুলিয়া জেলা জজ সহ জেলা ও মহকুমা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা। এর আগে গোলকিড্ডি পাওয়ার হাউসের লাগোয়া সরকারি জমিও পরিদর্শন করেছিলেন তাঁরা।
প্রশাসনিক সূত্রে খবর, মহকুমা আদালতের জন্য নির্ধারিত জমি সংলগ্ন মূল রাস্তায় জমি-জটের কারণে কাজ থমকে ছিল। তবে প্রশাসনিক মধ্যস্থতায় সেই জট শিগগিরই কাটতে চলেছে। এদিন বিকল্প রাস্তাও সরেজমিনে ঘুরে দেখেন আধিকারিকেরা, যাতে আদালত চত্বরে যাতায়াতের কোনও সমস্যা না থাকে।
প্রশাসনের আশা, সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হলে শীঘ্রই মহকুমা আদালতের কাজ শুরু করা যাবে।
Post Comment