নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
রাজ্যের মেধা তালিকায় নেই পুরুলিয়া। গত দু বছরের মেধা তালিকাতে রুখামাটির জেলা নিজের স্থান আদায় করে নিলেও, এবার প্রথম দশে মোট ৬৬ জন পড়ুয়ার মধ্যে পুরুলিয়ার কোন স্কুলের ছাত্র ছাত্রীরা নেই।
এবছর জেলা থেকে মোট ৪৫,২০১ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসেছিল। ২২,৫০২ জন ছাত্র। ছাত্রীর সংখ্যা ২২,৬৯৯ জন।
গতবার ২০২৪ সালে রাজ্যের মেধাতালিকায় দ্বিতীয় হয়েছিল পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র সাম্যপ্রিয় গুরু। তার প্রাপ্ত নম্বর ছিল ৬৯২।
২০২৩ সালে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ৬ জন ছাত্র মেধাতালিকায় স্থান দখল করেছিল। তার মধ্যে পঞ্চম স্থান দখল করেছিল ২ জন। ষষ্ঠ স্থান ২ জন, সপ্তম স্থান ১ জন, অষ্টম স্থান ১ জন।
এবার মেধা তালিকায় জায়গা করে নিতে পারেনি জেলার ছেলেমেয়েরা।
Post Comment