insta logo
Loading ...
×

মহিলা সঙ্গে দুর্ব্যবহারের প্রতিবাদ করায় আক্রান্ত যুবক, অভিযুক্ত গ্রেফতার

মহিলা সঙ্গে দুর্ব্যবহারের প্রতিবাদ করায় আক্রান্ত যুবক, অভিযুক্ত গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি,পুঞ্চা:

মদ্যপ অবস্থায় এক মহিলার সঙ্গে অশালীন আচরণ এবং আপত্তিকর ভাষা ব্যবহারের প্রতিবাদ করায় আক্রান্ত হলেন এক যুবক। ঘটনার অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করেছে পুঞ্চা থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম নারান ভূঁইয়া, বাড়ি পুঞ্চা গ্রামে। শুক্রবার তাকে পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হলে বিচারক ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন।

অভিযোগ, বৃহস্পতিবার রাতে কুসুমটিকরি গ্রামের বাসিন্দা সঞ্জীব সিং ভূঁইয়া পুঞ্চা হাসপাতাল মোড়ে টোটো ধরার জন্য অপেক্ষা করছিলেন। তার সঙ্গে ছিলেন এক পরিচিত মহিলা ও তার পরিবারের কয়েকজন সদস্য। সেই সময় অভিযুক্ত নারান ভূঁইয়া নেশাগ্রস্ত অবস্থায় সেখানে এসে মহিলার সঙ্গে অশ্লীল ভাষায় কথা বলেন এবং অশালীন আচরণ শুরু করেন।

ঘটনার প্রতিবাদ করায় সঞ্জীব সিং ভূঁইয়ার উপর লোহার রড নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। পরে আরও কয়েকজনকে ডেকে ঘটনাস্থলে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করে অভিযুক্ত। তবে সঙ্গে থাকা অন্যরা আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

রাতে থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং এক অভিযুক্তকে গ্রেফতার করে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Post Comment