নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি মাটির বাড়ির একাংশ। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন পরিবারের সদস্যরা। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে পুরুলিয়ার বরাবাজার ব্লকের ভাগাবাঁধ অঞ্চলের চিপিংডি গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভেঙে পড়া বাড়িটিতে বসবাস করেন শঙ্কর মাহাত। পরিবারে স্ত্রী, কন্যা ও বৃদ্ধা মা রয়েছেন। শঙ্করবাবু জানান, এদিন দুপুরে তাঁর মেয়ে রান্না করছিল এবং বৃদ্ধা মা ঘরের ভিতরে শুয়ে ছিলেন। আচমকাই বাড়ির একাংশ ভেঙে পড়ে। আতঙ্কিত মেয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে এসে দ্রুত তার মাকে বাইরে বের করে আনেন। ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
তবে ভেঙে যাওয়া অংশের পাশাপাশি বাড়ির বাকি অংশও এখন ভাঙনের মুখে, ফলে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় তাঁদের নিরাপত্তা ও বাসস্থানের প্রশ্নে উদ্বেগ বাড়ছে।
ঘটনার খবর পেয়ে পঞ্চায়েতের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছান। ইতিমধ্যেই ক্ষয়ক্ষতির রিপোর্ট ব্লক প্রশাসনের কাছে পাঠানো হয়েছে এবং সরকারি ক্ষতিপূরণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পঞ্চায়েত কর্তৃপক্ষ।
Post Comment