নিজস্ব প্রতিনিধি, কোটশিলা :
ভুয়ো আয়কর বিভাগের আধিকারিক পরিচয় দিয়ে বিড়ি ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় আরো দু-জনকে গ্রেফতার করল পুরুলিয়ার কোটশিলা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম কলেশ্বর মাহাতো ও দীনেশ কুমার। তাদের বাড়ি রাঁচি জেলার সোনাহাতু থানার বারাডি ও নামকুম থানার সামলং এলাকায়। গত ৮ এপ্রিল কোটশিলার বামনিয়া গ্রামে এক বিড়ি ব্যবসায়ীর বাড়িতে ভুয়ো ইনকাম ট্যাক্স অফিসার পরিচয় দিয়ে ডাকাতি করে একদল দুষ্কৃতি। তদন্তে নেমে ২০ এপ্রিল প্রথম ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। তার পর ধাপে ধাপে এই মামলায় এখনো পর্যন্ত মোট ১২ জন গ্রেফতার করা হয়। যাদের মধ্যে একজন সিআরপিএফ জওয়ান। আছেন পুরুলিয়া জেলা বিজেপির এক নেতা। ধৃত ওই দুজনকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে লোকেশ্বরের ৪ দিনের পুলিশ হেফাজত ও দীনেশের ১৪ দিনের জেল হেফাজত হয় বলে জানা গিয়েছে।
Post Comment