নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:
বনমহোৎসব উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হল কাশিপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ে। শনিবার জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে এই বৃক্ষরোপণ করা হয়। পরিবেশ সচেতনতায় গাছ লাগানোর বার্তা দিয়ে কলেজ চত্বরে নিম, শিরিষ,শাল ,কাঁঠাল গাছ লাগান ছাত্র-ছাত্রী সহ অধ্যাপক,অধ্যাপিকারা। জাতীয় সেবা প্রকল্পের প্রোগাম অফিসার অধ্যাপক নবীন দাস জানান, “পরিবেশকে একমাত্র রক্ষা করতে পারে গাছ। তাই আমাদের গাছ লাগানো ছাড়া অন্য উপায় নেই। কাশিপুর বনদপ্তর ২০টি গাছের চারা দিয়ে সহায়তা করেছেন।” উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডঃ বিভাসকান্তি মন্ডল, কাশিপুর বনদপ্তরের বিট অফিসার রাজেশ কর্মকার সহ কলেজের অধ্যাপক-অধ্যাপিকারা।
Post Comment