insta logo
Loading ...
×

বিশাল অজগর পুরুলিয়ার গ্রামে

বিশাল অজগর পুরুলিয়ার গ্রামে

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

ভিন্নভিন্ন এলাকা থেকে দুটি অজগর উদ্ধার করলেন বন কর্মীরা। বৃহস্পতিবার রাতে ঝালদার তুলিন এলাকা থেকে একটি ৬ ফুট লম্বা ও ১০ কেজি ওজনের রক পাইথন উদ্ধার করেন ঝালদা রেঞ্জের বন কর্মীরা। অন্যদিকে শুক্রবার সকালে পুঞ্চা থানার বদড়া গ্রাম থেকে আরেকটি ৬ ফুটের অজগর উদ্ধার করেন পুঞ্চা রেঞ্জের কর্মীরা। শুক্রবার উদ্ধারের পর দুটি সাপকেই জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

Post Comment