নিজস্ব প্রতিনিধি, পাড়া :
নবজাগরণের অগ্রদূত, মহান মানবতাবাদী এবং পার্থিব মানবতাবাদের উজ্জ্বল জ্যোতিষ্ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩৫তম প্রয়াণ দিবস উপলক্ষে পাড়া থানার ধগড়া আদিবাসী হাইস্কুলে এক স্মরণসভা ও কৃতী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানের আয়োজক ছিল স্টুডেন্টস কালচারাল ফোরাম, পুরুলিয়া জেলা শাখা। অনুষ্ঠানে বিদ্যাসাগরের কর্মজীবন, সমাজ সংস্কারে তাঁর অবদান ও বর্তমান প্রেক্ষাপটে তাঁর চিন্তাধারার প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা হয়।
আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন তন্ময় মহাপাত্র, স্টুডেন্টস কালচারাল ফোরামের সদস্য ও উদ্ভাস সংগীত গোষ্ঠীর পুরুলিয়া জেলা শাখার প্রতিনিধি। অনুষ্ঠানের সূচনা হয় উদ্বোধনী সংগীতের মাধ্যমে।
উপস্থিত ছিলেন আনাড়া বিদ্যাসাগর স্মরণ কমিটির সম্পাদক ও স্টুডেন্টস কালচারাল ফোরামের সদস্য স্বপন পরামানিক, ধগড়া আদিবাসী হাইস্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রী।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ পাঁচটি স্কুলের কৃতী তিনজন করে ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা প্রদান। কৃতী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননাপত্র ও স্মারক।ছাত্রছাত্রীদের মধ্যে ছিল প্রবল উদ্দীপনা ও অংশগ্রহণ। আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনে বিদ্যাসাগরের জীবন ও দর্শন নিয়ে আরও ব্যাপক পরিসরে চর্চার পরিকল্পনা রয়েছে।









Post Comment