নিজস্ব প্রতিনিধি , মানবাজার:
২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করল তৃণমূল কংগ্রেস। এই লক্ষ্যকে সামনে রেখে শনিবার বিকেলে মানবাজারের রাধামাধব হাইস্কুলে অনুষ্ঠিত হলো একটি বিশেষ সাংগঠনিক বৈঠক। মূলত বুথ স্তরের সংগঠনকে মজবুত করা এবং আসন্ন ২১ জুলাইয়ের শহিদ দিবস পালনকে ঘিরে প্রস্তুতি ছিলো এই বৈঠকের মূল আলোচ্য বিষয় ।
বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যারানি টুডু, পুরুলিয়া জেলা পরিষদের সদস্যা প্রতিমা বাউরী, মানবাজার ১নং পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ পাত্র, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি গুরুপদ টুডু, মানবাজার ১নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সিংহ, মানবাজার অঞ্চল সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সহ-সভাপতি জয়দেব চক্রবর্তী, ব্লক সভাপতি ধনঞ্জয় বাউরী সহ অন্যান্য দলীয় নেতৃত্ব ও কর্মীবৃন্দ।
বক্তারা সংগঠনের বর্তমান কাঠামো ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় বুথ লেভেল এজেন্টদের প্রশিক্ষণ ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির ওপর। নেতারা জানান, আগামী নির্বাচনে দলকে আরও শক্ত ভিতের উপর দাঁড় করাতেই এই প্রস্তুতি।
Post Comment