insta logo
Loading ...
×

বাপের বাড়ি এসে উধাও নববধূ, আড়শায় অ*পহরণের অভিযোগে তীব্র চাঞ্চল্য

বাপের বাড়ি এসে উধাও নববধূ, আড়শায় অ*পহরণের অভিযোগে তীব্র চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আড়শা :

করম উপলক্ষে বাপের বাড়ি এসে নিখোঁজ নববধূ। অপহরণের অভিযোগ দায়ের আড়শা থানায়। তুমুল চাঞ্চল্য রাঙামাটি গ্রামে। বছর উনিশের পুজা মাহাতকে ঘিরে এই রহস্যজনক নিখোঁজ ঘটনায় হতভম্ব পরিবার-পরিজন। বাবার অভিযোগ, মেয়েকে অপহরণ করা হয়েছে। শনিবার আড়শা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রাঙামাটি গ্রামের বাসিন্দা সন্তোষ কুমার মাহাত। অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে অপহরণের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন মাস আগে পুজার বিয়ে হয়। সম্প্রতি করম পুজোর সময় বাপের বাড়ি আসেন তিনি। শুক্রবার সকালে বাসে চেপে পুরুলিয়ার উদ্দেশে রওনা দেওয়ার পর থেকেই নিখোঁজ হন। সেই সময় থেকেই তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সারাদিন কেটে গেলেও বাড়ি না ফেরায় প্রথমে থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবারের সদস্যরা। কিন্তু ২৪ ঘণ্টা পার হলেও কোনো খোঁজ না মেলায় শেষ পর্যন্ত মেয়ের অপহরণের অভিযোগ দায়ের করেন পুজার বাবা।

Post Comment