insta logo
Loading ...
×

বান্দোয়ানে ময়ূর উদ্ধার

বান্দোয়ানে ময়ূর উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:

আবারও একটি অসুস্থ ময়ূর উদ্ধার করল বন দফতর। শুক্রবার সকালে বান্দোয়ানের পাঁড়রা গ্রামের জঙ্গল থেকে ময়ূরটি উদ্ধার হয়। স্থানীয় ও বনদফতর সূত্রে জানা গিয়েছে, এদিন সকালের গ্রাম লাগোয়া জঙ্গলের পাশে আহত অবস্থায় ময়ূরটিকে দেখতে পান গ্রামের বাসিন্দারা। এরপরে সেটিকে উদ্ধার করে গ্রামের এক ব্যক্তির বাড়িতে রাখা হয়। গ্রামের বাসিন্দা জগবন্ধু সিং মানকী বলেন, “গ্রামের জঙ্গলে পাশে দেখি ময়ূরটি বসে রয়েছে। কাছে গিয়ে দেখি ময়ূরটি ঠিক মতো হাঁটতে পারছে না। সঙ্গে সঙ্গে সেটিকে ধরে গ্রামে এনে বন দফতরকে খবর জানাই।” এদিন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে গ্রামে গিয়ে ময়ূরটিকে উদ্ধার করে যমুনা বনাঞ্চলের কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানেই তার চিকিৎসা করানোর পরে পর্যবেক্ষণে রাখা হয়েছে। গত মঙ্গলবারও বান্দোয়ানের দুলুকডি থেকে অসুস্থ অবস্থায় একটি ময়ূরকে উদ্ধার করেছিল বনদফতর। এলাকার জঙ্গলের নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বনদফতর।

Post Comment