insta logo
Loading ...
×

বাঘমুন্ডি ছিনতাই কাণ্ডে আরেক দুষ্কৃতী ধরা পড়ল, পালিয়ে বেড়াচ্ছে তৃতীয় অভিযুক্ত

বাঘমুন্ডি ছিনতাই কাণ্ডে আরেক দুষ্কৃতী ধরা পড়ল, পালিয়ে বেড়াচ্ছে তৃতীয় অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি :

ব্যাংক মিত্রের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও এক দুষ্কৃতীকে ধরে ফেলল পুলিশ। পুরুলিয়ার বাঘমুন্ডি থানার হাতে ধৃত ঝাড়খণ্ডের বাসিন্দা লাট্টু লোহার। তার বাড়ি সরাইকেল্লা-খরসওয়া জেলার নিমডি থানার শ্যামনগর গ্রামে। সোমবার তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

এই নিয়ে ওই মামলায় মোট দু’জনকে গ্রেফতার করল পুলিশ। তবে এখনও একজন পলাতক। তাকে ধরতে জোর তল্লাশি চালানো হচ্ছে বলে বাঘমুন্ডি থানার দাবি।

উল্লেখ্য, গত ১৬ জুন সকালে সুইসার বাসিন্দা গঙ্গাধর মাহাত স্থানীয় রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে টাকা তুলে বাইক নিয়ে বিদ্রি গ্রামে ব্যাংক সহায়তাকেন্দ্রে যাচ্ছিলেন । সেই সময় তুন্তুড়ি-কালিমাটি সড়কে তিন দুষ্কৃতী বাইক ধাক্কা মেরে তাঁকে ফেলে দেয়। এরপর ব্যাগ ছিনতাই করে চম্পট দেয় তারা।

ঘটনার পরই নড়েচড়ে বসে পুলিশ। সেদিনই বিদ্রি গ্রামের গৌতম লোহারকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে কিছু নগদ টাকা, নথিপত্র এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরবাইক উদ্ধার করে পুলিশ। এবার দ্বিতীয় দুষ্কৃতীর হাতেও পড়ল শিকল। কিন্তু মূল অভিযুক্ত এখনও অধরা।

Post Comment