নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
বরাভুম স্টেশনে বুধবার সকাল থেকেই ছিল ব্যস্ততা। আদ্রা ডিভিশনের নবনিযুক্ত ডিআরএম মুকেশ গুপ্তা প্রথমবারের জন্য আসছেন স্টেশন পরিদর্শনে। নিজের সেলন কার থেকে নেমেই তিনি রেলের অন্যান্য আধিকারিকদের সঙ্গে সরাসরি পৌঁছে যান প্ল্যাটফর্মে। লক্ষ্য—অমৃত ভারত স্টেশন প্রকল্পের কাজ কতদূর এগিয়েছে, তা খতিয়ে দেখা।
স্টেশনের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে খুঁটিনাটি খতিয়ে দেখেন ডিআরএম। আধিকারিকদের সঙ্গে কথা বলে নেন চলমান কাজের অগ্রগতি, কোথায় কী সমস্যা হচ্ছে, আর ভবিষ্যতে কীভাবে এগোনো হবে, সেই পরিকল্পনাও।
তবে শুধু রেলের আধিকারিকই নন, এদিন সেখানে হাজির ছিলেন বলরামপুর নাগরিক মঞ্চের সদস্যরাও। তাদের দাবি, প্রকল্পে ঠিক কোন কোন কাজ অন্তর্ভুক্ত রয়েছে, তার পূর্ণাঙ্গ তালিকা সাধারণ মানুষের সামনে আনা হোক। বিশেষ করে, দীর্ঘদিনের দাবি রাঙাডি রেলগেটের কাছে আন্ডারপাস তৈরির কাজ কবে থেকে শুরু হবে—সে প্রশ্নও সোজাসুজি তুলে ধরেন তারা। নাগরিক মঞ্চ ইতিমধ্যেই এই বিষয়ে তথ্য জানার অধিকার আইনে আবেদনও করেছে।
যদিও ডিআরএম মুকেশ গুপ্তা সাংবাদিক ও স্থানীয়দের প্রশ্নে খুব একটা মুখ খোলেননি। তিনি স্পষ্ট বলেন, ‘‘আমি সদ্য আদ্রা ডিভিশনে দায়িত্ব নিয়েছি। তাই এখনই বিস্তারিত কিছু বলতে পারব না। সমস্ত তথ্য যাচাই করে পরে জানাব।’’
Post Comment