নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:
শুক্রবার সকালে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার বরাবাজার থানার অন্তর্গত হেরবনা গ্রামে। গ্রাম সংলগ্ন একটি গাছ থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের নাম গোপাল ওরাং (৩৫)। তিনি হেরবনা গ্রামেরই বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে খবর, এদিন সকালবেলা গ্রামের কয়েকজন বাসিন্দা গাছ থেকে ঝুলন্ত অবস্থায় গোপালকে দেখতে পান। সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় পুলিশকে। খবর পেয়ে বরাবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দেহটি উদ্ধার করে বরাবাজার গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক গোপালকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনা ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কী কারণে ওই যুবক এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে বলে বরাবাজার থানার পক্ষ থেকে জানানো হয়েছে।
Post Comment