নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:
বুধবার সন্ধ্যায় বরাবাজার-মানবাজার রোডের বাল্লার ঘাটের কাছের এলাকা কেঁপে উঠল ভয়াবহ শব্দে। বাইক দুর্ঘটনার জেরেই ওই শব্দ। সিন্দ্রি দিক থেকে তিন যুবক আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একে একে ছিটকে পড়ে। বাইকটি গর্তে পড়ে জঙ্গলে ঢুকে যায়। স্থানীয় বাসিন্দা ও পুলিশ আহত যুবকদের উদ্ধার করে বরাবাজার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। আহতদের মধ্যে দুজনের বাড়ি ডুরকু গ্রামে এবং একজনের কেড়র গ্রামে।
Post Comment