নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:
বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় এক প্রৌঢ়র দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বরাবাজার থানার আমরাবেড়া গ্রামে। মৃতের নাম বিষ্ণুপদ মাহাত (৫৯) বলে পুলিশ সূত্রে জানা গেছে।
শনিবার দুপুরে নিজের ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই প্রৌঢ়কে ঝুলতে দেখতে পান পরিবারের সদস্যরা। সঙ্গে সঙ্গেই তাঁকে উদ্ধার করে বরাবাজার গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত্যুর সঠিক কারণ জানতে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
Post Comment