insta logo
Loading ...
×

বদলে যাওয়া পুরুলিয়াকে দেখে মুগ্ধ সাংসদ অভিনেতা দেব, মাতলেন অযোধ্যার শিশুদের সঙ্গে খুনসুটিতে

বদলে যাওয়া পুরুলিয়াকে দেখে মুগ্ধ সাংসদ অভিনেতা দেব, মাতলেন অযোধ্যার শিশুদের সঙ্গে খুনসুটিতে

নিজস্ব প্রতিনিধি, অযোধ্যা:

অযোধ্যা পাহাড়ে যেন অন্য আবহ। সোমবার অযোধ্যার কুশল পল্লি রিসর্টে পৌঁছেই অযোধ্যা পাহাড়ের জনতার ভিড় টেনে নিলেন সাংসদ-অভিনেতা দেব। বড় পর্দার নায়ক হলেও মাটির টানেই যেন মিশে গেলেন স্থানীয় মানুষের সঙ্গে। আদিবাসী মা-বোনেদের পাশে মাটিতে বসে গল্প শুনলেন, তাঁদের জীবনের টুকরো টুকরো অভিজ্ঞতা ভাগ করে নিলেন।

কুশল গ্রুপের আয়োজিত বস্ত্র বিতরণ কর্মসূচি ঘিরে এদিন ভিড় জমে অযোধ্যা পাহাড়ে। দেবের উপস্থিতিতে উজ্জ্বল হয়ে উঠল পরিবেশ। ছৌ নাচের দল পরিবেশন করল পুরুলিয়ার ঐতিহ্য। নিজের হাতে গ্রামের মানুষদের পোশাক বিতরণ করলেন দেব। পুজোর আগে এই উপহার পেয়ে খুশি পাহাড়বাসী।

মঞ্চ থেকে দেব বলেন, ‘‘বহুবার পুরুলিয়া এসেছি। পুরুলিয়ার সৌন্দর্য অপরূপ। এখন পুরুলিয়া অনেক বদলে গিয়েছে। পুরুলিয়া অনেক উন্নত। সবাইকে এখানে আসতে হবে। পর্যটক এলেই এলাকার উন্নতি আরও বাড়বে।” পাশাপাশি নিজের অভিনীত আসন্ন ছবি রঘু ডাকাত দেখার আহ্বানও জানান তিনি।

কুশল ভারত গ্রুপের ডিরেক্টর কুশল আগরওয়াল বলেন, ‘‘দেব ও তাঁর টিমকে আমরা ধন্যবাদ জানাই। নিজের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছেড়ে পাহাড়ি মানুষদের সঙ্গে তিনি যেভাবে মিশে গেলেন, তা সত্যিই প্রশংসনীয়।’’

সোমবারের অনুষ্ঠান শেষে অযোধ্যা পাহাড়ের বাতাসে থেকে গেল দেবের সহজ-সরল হাসি আর পাহাড়ি শিশুদের সঙ্গে খুনসুটির স্মৃতি।

Post Comment