নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:
রঘুনাথপুর ১নম্বর ব্লকের বেড়ো গ্রাম পঞ্চায়েত এলাকায় বৃহস্পতিবার বজ্রাঘাতে আহত হলেন তিনজন গ্রামবাসী।
পুলিশ সূত্রে জানা গেছে, আহতদের নাম বিজয় বাউরি (২০), প্রণব বাউরি (১৫) এবং যীশু বাউরি (১০)। তিনজনের বাড়িই বেড়োর লারুবাড়ি এলাকায়। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় দ্রুত আহতদের উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।
Post Comment