insta logo
Loading ...
×

ফের ভারি বৃষ্টির পূর্বাভাস পুরুলিয়ায়, জারি কমলা সতর্কতা

ফের ভারি বৃষ্টির পূর্বাভাস পুরুলিয়ায়, জারি কমলা সতর্কতা

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

এক সপ্তাহ ভারি বর্ষণে কিছুটা রাশ টেনেছিল প্রকৃতি। ফের ভারি বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর দিল পূর্বাভাস। আগামী বুধবার থেকে বঙ্গোপসাগরে ফের দানা বাঁধছে নিম্নচাপ। আর এরই জেরে বৃহস্পতিবার পুরুলিয়া জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শুক্রবার জারি কমলা সতর্কতা।

গতকাল রবিবার জেলায় বৃষ্টি ছিল তুলনামূলক কম। জেলা কৃষি দপ্তরের তথ্য বলছে, গড় বৃষ্টি হয়েছে মাত্র ৫.২ মিলিমিটার। তবে সাঁতুড়ি এলাকায় সর্বাধিক ২১.৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এরপর রয়েছে হুড়া (১৬.৪ মিমি), পুঞ্চা (৯.৪ মিমি) এবং বরাবাজার (৬.৪ মিমি)। বিপরীতে জয়পুর, ঝালদা, বাঘমুন্ডি, নিতুড়িয়া, কাশিপুর এবং পাড়া-সহ বেশ কয়েকটি এলাকায় এক ফোঁটাও বৃষ্টি হয়নি।

এদিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস ।

আবহাওয়াবিদদের মতে, বর্ষা এখনও সক্রিয়। বঙ্গোপসাগরের উপর নতুন করে নিম্নচাপ তৈরি হলে বৃষ্টি আরও বাড়বে।

Post Comment