insta logo
Loading ...
×

পেনশন চালু? সাইবার ঠগেরা হাতালো সাড়ে ১২ লক্ষ টাকা

পেনশন চালু? সাইবার ঠগেরা হাতালো সাড়ে ১২ লক্ষ টাকা

নিজস্ব প্রতিনিধি,পাড়া:

পেনশন চালু করে দেওয়ার নাম করে এক অবসরপ্রাপ্ত রেলকর্মীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে সাড়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নিল সাইবার ঠগেরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার পাড়া থানার দুবড়া এলাকায়। প্রতারিত বৃদ্ধ ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে, তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

দেশজুড়ে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের লক্ষ্য করে পেনশন সংক্রান্ত এই ধরনের প্রতারণার ঘটনা ক্রমশ বাড়ছে বলে জানাচ্ছেন তদন্তকারীরা। ফোন, ইমেল কিংবা মেসেজের মাধ্যমে ‘রেলের আধিকারিক’ বা ‘পেনশন অফিসার’ পরিচয় দিয়ে ঠগেরা প্রাথমিকভাবে আস্থা অর্জন করে নিচ্ছে। এরপর কৌশলে বিভিন্ন নথি, ব্যাঙ্কের তথ্য ও ওটিপি সংগ্রহ করে হাতিয়ে নিচ্ছে সঞ্চিত অর্থ।

এই ক্ষেত্রেও একই কৌশল। সদ্য অবসর নেওয়া রেলকর্মীর ফোনে সোমবার সকালে আসে এক অচেনা নম্বর থেকে কল। ফোনের ওপারে থাকা ব্যক্তি নিজেকে রেলের এক আধিকারিক বলে দাবি করে জানান— তার পেনশন চালুর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হলে কিছু কাগজপত্র যাচাই প্রয়োজন। অবসরপ্রাপ্ত ওই কর্মী কোনও আশঙ্কা না করে প্রয়োজনীয় নথি ও তথ্য শেয়ার করেন।

পরের দিনই ব্যাংকের কাছ থেকে আসে একের পর এক লেনদেনের মেসেজ। জানা যায়, তিন দফায় উধাও হয়ে গেছে সাড়ে ১২ লক্ষ টাকা। হতভম্ব বৃদ্ধ সঙ্গে সঙ্গে ব্যাংক ও সাইবার ক্রাইম হেল্পলাইনে যোগাযোগ করেন। এরপর পাড়া থানায় দায়ের করেন লিখিত অভিযোগ।

Post Comment