insta logo
Loading ...
×

পৃথক দুটি স্থানে উদ্ধার দু’টি অজগর সাপ

পৃথক দুটি স্থানে উদ্ধার দু’টি অজগর সাপ

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

সোমবার পুরুলিয়ার দুটি পৃথক স্থানে উদ্ধার হল দুটি বিরল অজগর সাপ। কংসাবতী উত্তর বনবিভাগের হুড়া রেঞ্জের দরিয়াকাটা গ্রামের দুর্গা মন্দির সংলগ্ন একটি জায়গা থেকে উদ্ধার হয় ৬ ফুট লম্বা, ৭ কেজি ওজনের একটি ইন্ডিয়ান রক পাইথন। স্থানীয় বাসিন্দারা প্রথমে সাপটিকে দেখতে পান এবং বন দফতরে খবর দেন।

অন্যদিকে, রঘুনাথপুর রেঞ্জের খাজুরা গ্রামে একটি বেড়ার জালে আটকে পড়ে আরেকটি রক পাইথন। ওই সাপটির দৈর্ঘ্য প্রায় ৭ ফুট। বন কর্মীরা তৎপরতার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে জাল থেকে মুক্ত করে। দুটি ঘটনাতেই উদ্ধার হওয়া সাপদুটি সম্পূর্ণ সুস্থ থাকায় বন কর্মীরা সেগুলিকে পুনরায় জঙ্গলে ছেড়ে দেন।

Post Comment