নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:
বৃহস্পতিবার গভীর রাতে পুরুলিয়া-টাটা রোডে মর্মান্তিক পথদুর্ঘটনা। রাত প্রায় সাড়ে ১১টা নাগাদ দামদা প্রাথমিক বিদ্যালয়ের কাছে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে ধাক্কা মারে একটি গাড়ি। ঘটনাস্থলেই গুরুতর জখম হন প্রায় পঞ্চাশ বছর বয়সী ওই পথচারী। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে গাড়িটি পথচারীকে ধাক্কা মেরেছে, সেটি এখনো চিহ্নিত করা যায়নি। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। দুর্ঘটনার পর গাড়িটি পালিয়ে যায় বলে জানা গিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।











Post Comment