insta logo
Loading ...

পুরুলিয়ায় হাতির গতিবিধি

পুরুলিয়ায় হাতির গতিবিধি


তারিখ: ১৬ নভেম্বর, ২০২৪

👉 আড়শা রেঞ্জের উপরগুগুই,অযোধ্যা বনাঞ্চলের পিটিডিরি মৌজায় হাতি ১ টি,

👉বাঘমুন্ডি বনাঞ্চলের
আটনা ও লাগোয়া ঝাড়খন্ড সীমান্তে ২২ টি হাতি

👉ঝালদা বনাঞ্চলের ভুসুডি ও লাগোয়া ঝাড়খন্ড সীমান্তে ১ টি হাতি

👉মোট হাতির সংখ্যা ২৪ টি।

স্থানীয় মানুষজনকে জঙ্গলে যেতে নিষেধ করা হচ্ছে। সকলে সতর্ক থাকবেন। বিভাগীয় বনাধিকারিক, পুরুলিয়া বনবিভাগ।

( পুরুলিয়া বনবিভাগ থেকে প্রাপ্ত তথ্য )

Post Comment