নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা:
পুকুরে স্নানই কাল হল মথুর বাউরির। মঙ্গলবার পুরুলিয়ার পুঞ্চা থানার লৌলাড়া গ্রামে পুকুরে নামতেই ঘটে বিপদ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৫১ বছরের মথুরবাবু স্নান করতে নেমে আর উপরে ওঠেননি।
কিছুক্ষণ পরেই স্থানীয়রা তাঁকে জলে ভাসতে দেখে উদ্ধার করে। দ্রুত পুঞ্চা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুঞ্চা থানার পুলিশ।









Post Comment