নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
দুপুরে নদীতে স্নান করতে গিয়ে পুঞ্চায় তলিয়ে গেল এক যুবক। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার পুঞ্চা থানার চিরুডি অঞ্চলের শিলাই নদীতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন আনুমানিক দুপুর দু’টো নাগাদ চার যুবক একসঙ্গে নদীতে স্নান করতে নামেন।
স্নানের সময় হঠাৎ করে দুই বন্ধু জলের গভীরে তলিয়ে যেতে থাকে। তাদের বাঁচাতে গিয়ে বিশ্বজিৎ বাউরি নামে এক যুবকও জলে তলিয়ে যেতে থাকেন। যদিও তিনি একজন বন্ধুকে উদ্ধার করতে সক্ষম হন। কিন্তু অন্য বন্ধু রাকেশ দত্ত জলে তলিয়ে যান।
বিশ্বজিৎ বাউরিকে জলে ডুবে যেতে দেখে স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
ঘটনার খবর পেয়ে পুঞ্চা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং নিখোঁজ রাকেশ দত্তকে খোঁজার জন্য তল্লাশি অভিযান শুরু করেছেন। স্থানীয় বাসিন্দারা ও বিপর্যয় মোকাবিলা দল যৌথভাবে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।
এখনও পর্যন্ত রাকেশের খোঁজ না মেলায় পরিবার ও এলাকায় চরম উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে।
Post Comment