insta logo
Loading ...
×

পুজোর এ কী নিয়ম! অবাক হবেন

পুজোর এ কী নিয়ম! অবাক হবেন

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:

নেই কোন মন্দির, নেই কোন ব্রাহ্মণ পুরোহিত। আদিবাসী ভূমিজ লায়া দ্বারা পূজিত হন বলরামপুরের গ্রাম-দেবতা।
বৈশাখ মাসের শেষ রবিবার বলরামপুর চুটকিডি গ্রামে গাছের তলায় পূজিত হয়ে থাকেন বলরামপুর গ্রাম দেবতা। এই গ্রাম থানে পুজো দেওয়ার জন্য বলরামপুরের বিভিন্ন জায়গা সহ দূরদূরান্ত থেকে কাতারে কাতারে মানুষ হাজির হন। নারী পুরুষ নির্বিশেষে সকলেই এখানে পুজো দিতে আসেন। সকাল থেকেই লক্ষ্য করা যায় পুণ্যার্থীদের ভিড়। মাটির তৈরি হাতি, ঘোড়া এবং শাল ফুল নিবেদনের মধ্য দিয়ে পুজো করা হয় গ্রাম দেবতার।

গ্রামদেবতাকে ঘিরে দৃঢ় আস্থা রয়েছে জনসাধারণের মনে। যাঁরা পুজো দিতে আসেন তারা বলেন, “মাটির হাতি ঘোড়া নিবেদনের মধ্য দিয়ে গ্রাম দেবতার কাছে মানত করলে অবশ্যই মনোকামনা পূর্ণ হয়। আবার কেউ মানত করে ফল লাভ হলে গ্রীষ্মের প্রখর রৌদ্রে মাটিতে দন্ডিও কাটেন।

Post Comment