নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
পুজোর আগেই কৃষি বিপণন বিভাগের তত্ত্বাবধানে থাকা বলরামপুর বাজারের স্টল বিতরণের নির্দেশ দিলেন বিভাগীয় মন্ত্রী বেচারাম মান্না।
তিনি রবিবার সকালে বলরামপুর বাজার পরিদর্শন করেন। শনিবার পরিদর্শন করেছিলেন বাঘমুন্ডির সুইসা
বাজার। এদিন সকাল সাড়ে দশটা নাগাদ তিনি বলরামপুর বাজার পরিদর্শনে এসে এলাকার কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে নানা সমস্যা ও সুযোগ-সুবিধা নিয়ে কথা বলেন। জেলা মার্কেটিং অফিসার ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি বাজারের উন্নয়নমূলক বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। মন্ত্রীকে কাছে পেয়ে অনেকে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন। বাজারের পরিচ্ছন্নতা ও নিরাপত্তা সংক্রান্ত অভিযোগ লিখিতভাবে জমা দেওয়ার পরামর্শ দেন মন্ত্রী। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের কো-মেন্টর অঘোর হেমব্রম, জেলা পরিষদ সদস্য গৌতম মাহাতো, বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কাল্লাবতী কুমার প্রমুখ।
Post Comment