insta logo
Loading ...
×

পুকুরে মাছ ধরতে গিয়ে পাড়ায় জলে ডুবে মৃত্যু বৃদ্ধের

পুকুরে মাছ ধরতে গিয়ে পাড়ায় জলে ডুবে মৃত্যু বৃদ্ধের

নিজস্ব প্রতিনিধি,পাড়া:

পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম বাসুদেব বাউরি(৬০)।তার বাড়ি পাড়া থানার জোড়বেড়িয়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো মঙ্গলবারেও রামপুর গ্রামের এক পুকুরে মাছ ধরতে গিয়েছিল ওই ব্যক্তি। মাছ ধরার সময় পুকুরের জলে তলিয়ে যান তিনি। খবর দেওয়া হয় পাড়া থানায়। তারপরেই আসে পাড়া থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলার দল । অনেক খোঁজাখুঁজির পরেও রাত অবধি তার খোঁজ পাওয়া যায়নি। বুধবার সকাল থেকে আবার শুরু হয় তল্লাশি। দুপুর নাগাদ তার দেহ উদ্ধার হয়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠান পুরুলিয়া দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়।

Post Comment