insta logo
Loading ...
×

পথ নিরাপত্তায় বিশেষ উদ্যোগ আড়শায়

পথ নিরাপত্তায় বিশেষ উদ্যোগ আড়শায়

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

জেলাতে দিন দিন পথ দুর্ঘটনা বেড়েই চলেছে। দুর্ঘটনার হার কমাতে সচেতনতা গড়ে তোলা প্রয়োজন। রাজ্যজুড়ে ১লা জুলাই থেকে শুরু হয়েছে ‘পথ নিরাপত্তা সপ্তাহ’। আড়শা থানার পক্ষ থেকে প্রতিদিন বিভিন্ন এলাকায় চলছে নানা সচেতনতার কর্মসূচি।

ছাত্রছাত্রীদের পথ নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি থেকে বৃক্ষরোপণ কর্মসূচি গৃহীত হয়েছে। সোমবার সিরকাবাদ বাসস্ট্যান্ড এলাকায় পথচারী সাধারণ মানুষকে সচেতন করতে আবার পথে নামলো আড়শা থানার পুলিশ। এদিন সেফ ড্রাইভ,সেভ লাইফ কর্মসূচির মাধ্যমে মত্ত অবস্থায় গাড়ি না চালানো, ট্রাফিক আইন মেনে চলা, বেপরোয়া ভাবে গাড়ি ওভারটেক না করা , হেলমেট পরে গাড়ি চালানো বিষয়ে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দেওয়া হয় ।

উপস্থিত ছিলেন আড়শা থানার পুলিশ আধিকারিক সহ সিভিক ভলান্টিয়াররা। আড়শা থানার পুলিশের এমন উদ্যোগে খুশি এলাকার মানুষ। পুলিশ জানিয়েছে, আড়শা এলাকায় দুর্ঘটনা কমাতে নজরদারির পাশাপাশি সচেতনতার উপর জোর দেওয়া হয়েছে।

Post Comment