insta logo
Loading ...
×

দু’দিন পার, বসেনি আলোচনায়, পথে পুরুলিয়া পুরসভার অস্থায়ী কর্মচারীরা

দু’দিন পার, বসেনি আলোচনায়, পথে পুরুলিয়া পুরসভার অস্থায়ী কর্মচারীরা

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:


কর্মবিরতির দু’দিন কেটে গেলেও অস্থায়ী কর্মীদের সঙ্গে কোনো আলোচনা করেনি পুরুলিয়া পুর কর্তৃপক্ষ। ফলে পুজোর মুখে অচলাবস্থায় রয়েছে পুরসভার বিভিন্ন পরিষেবা। দাবি পূরণ না হলে কর্মবিরতি থেকে সরে আসার কোনো সম্ভাবনা নেই বলে স্পষ্ট জানিয়েছেন অস্থায়ী কর্মীরা।

সোমবার থেকে শুরু হওয়া এই অনির্দিষ্টকালের কর্মবিরতিতে পুরসভার সাফাই, জল, আলো ও অফিস বিভাগ মিলিয়ে প্রায় ১,৭০০ অস্থায়ী কর্মী যোগ দিয়েছেন। বেতন বকেয়া মেটানো, বেতন ও পুজোর বোনাস বৃদ্ধির দাবিতেই তাদের এই আন্দোলন। ইতিমধ্যেই শহর জুড়ে মিছিল এবং পুরসভা ভবনে পোস্টার সাঁটিয়ে দাবি জানান অস্থায়ী কর্মীরা। এক অস্থায়ী কর্মী সীমা বাউরি ক্ষোভ প্রকাশ করে বলেন, “বেতন বৃদ্ধি আর বকেয়া বেতন মেটানো ছাড়া অন্য কোনো রাস্তা নেই আমাদের জন্য। দাবি না মানা পর্যন্ত আমরা কর্মবিরতি চালিয়ে যাব।” পুর কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আলাপ আলোচনার মধ্যে সমস্যা মেটানোর চেষ্টা করছেন।
সাধারণ মানুষজনেরও দাবি,
এই সমস্যার দ্রুত সমাধান হোক।

Post Comment