নিজস্ব প্রতিনিধি, বোরো:
তরুণীকে খুন করার অভিযোগে তার বন্ধুকে গ্রেপ্তার করার পর, আরও এক যুবককে গ্রেফতার করল বোরো থানার পুলিশ। ধৃতের নাম কদমপাহা হেমব্রম। তার বাড়ি বোরোর ঝরিয়াডি গ্রামে। মঙ্গলবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তার ৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে ধৃত জলেশ্বরকে জিজ্ঞাসাবাদ করেই কদমপাহার নাম জানা যায়। তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়।
গত ২০ জুন বোরো থানার ঝরিয়াডি গ্রামে একটি ঝোপের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর মৃতদেহ উদ্ধার হয়। ওই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটি ময়নাতদন্তে পাঠায় বোরো থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসে , ওই তরুণীকে গলা টিপে শ্বাসরোধ করে খুন করা হয়েছ। ফলে এই ঘটনায় ২৮ জুন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে একটি খুনের মামলা রুজু করে তদন্তে নামে বোরো থানার পুলিশ। তদন্তে নেমে অজ্ঞাত পরিচয় ওই তরুণীর পরিচয় জানতে পারে পুলিশ। পুলিশ জানিয়েছে মৃতার নাম শান্তা হাঁসদা। তার বাড়ি বাঁকুড়ার তালডাঙরা থানার বারিডিহি গ্রামে। ওই যুবতীর পরিচয় পাওয়ার পরেই আবার তদন্তে নামে পুলিশ। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার ঝরিয়া গ্রামের বাসিন্দা জলেশ্বর মান্ডিকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে ওই তরুণীর সাথে ধৃত জলেশ্বরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। পুলিশ জানতে পেরেছে খুন করে প্রমাণ লোপাটে জলেশ্বরকে সাহায্য করেছে কদমপাহা। পুলিশ জানিয়েছে, ধৃত দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করে আরো তথ্য জানার চেষ্টা শুরু হয়েছে।
Post Comment