নিজস্ব প্রতিনিধি, পুঞ্চ:
ঘটে গেল একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। রবিবার হুড়া -পুঞ্চা মেটাল রোডের দামোদরপুর গ্রামে। জমি চাষ সেরে ফিরছিল একটি ট্রাক্টর। সে সময় সেটির সঙ্গে ধাক্কা লাগে একটি মোটরসাইকেলের। ঘটনায় গুরুতর আহত হন বাইকচালক অশোক কুমার মাজি (৩৫)। তিনি ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার বাঁগুরদা গ্রামের বাসিন্দা বলে জানতে পেরেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাঁকে উদ্ধার করে পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে মৃতের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাক্টরটি আটক করা হয়েছে।
Post Comment