insta logo
Loading ...
×

ঝাড়ফুঁকের নাম করে নাবালিকাকে ধর্ষণ। পুঞ্চায় গ্রেফতার ওঝা

ঝাড়ফুঁকের নাম করে নাবালিকাকে ধর্ষণ। পুঞ্চায় গ্রেফতার ওঝা

নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা:

ঝাড়ফুঁকের নাম করে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক ওঝা। বৃহস্পতিবার সন্ধ্যায় পুরুলিয়ার পুঞ্চা থানার পুলিশ অভিযুক্ত হিমাংশু গোপকে (৫০) গ্রেফতার করে। তার বাড়ি পুঞ্চা থানার ধাদকিগোড়া গ্রামে। শুক্রবার তাকে পেশ করা হয় পুরুলিয়া জেলা আদালতের বিশেষ পকসো আদালতে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩০ জুলাই ওই নাবালিকা তার বাবা-মায়ের সঙ্গে ধাদকিগোড়া গ্রামে গিয়েছিল। মেয়েকে নিয়ে স্থানীয় ওঝা হিমাংশু গোপের কাছে ঝাড়ফুঁকের জন্য যান তারা। অভিযোগ, তন্ত্রমন্ত্র করার নাম করে হিমাংশু গোপ কিশোরীকে ফুল হাতে দিয়ে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে।

পরদিন ভুক্তভোগী কিশোরী মাকে পুরো ঘটনা জানালে পরিবার ৩১ জুলাই পুঞ্চা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ পকসো আইনে একটি মামলা রুজু করে তদন্ত শুরু করে। নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা করানো হয় এবং তার গোপন জবানবন্দি রেকর্ড করা হয় পুরুলিয়া আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে।

ঘটনার পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত হিমাংশু। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে পুলিশ।

Post Comment