নিজস্ব প্রতিনিধি, বলরামপুর :
বুধবার সারাদিন ধরে নিম্নচাপের জেরে ব্যাপক বৃষ্টিপাতে পুরুলিয়া জেলার বিভিন্ন নদী-খাল ভরে ওঠে বানের জলে। আর এই ভরা নদীতে মাছ ধরার আনন্দে মেতে ওঠেন বহু মানুষ। শুধুমাত্র পেশাগত কারণে নয়, বরং নিছক শখ ও আনন্দের তাগিদে মানুষজন নেমে পড়েন নদীতে।
এদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বলরামপুর ও আড়শা থানার সংযোগস্থলে অবস্থিত কুমারী নদীতে দেখা যায় ব্যতিক্রমী এক চিত্র—নানা বয়সের মানুষ নদীতে জাল ফেলছেন, কেউ বৃষ্টি মাথায় করে নদীঘাটে দাঁড়িয়ে দেখছেন মাছ ধরা।আর তখনই জালে ধরা পড়ল বিশাল মাছ। মাথা খারাপ করা দাম উঠল নদী ঘাটেই।

বলরামপুর থানার মালডি গ্রামের এক ব্যক্তি জানান, মনের আনন্দে জাল ফেলতে গিয়ে তাঁর জালে ধরা পড়ে প্রায় ১০–১২ কেজি ওজনের একটি মাছ। নদীঘাটেই শুরু হয় মাছের দরদাম, দাম ওঠে তিন হাজার টাকা পর্যন্ত। তবে ওই ব্যক্তি মাছটি বিক্রি করতে রাজি হননি। মাছটি দেখে নদীঘাটে উৎসুক মানুষের ভিড় আরও বাড়ে।
শুধু বড় মাছই নয়, অনেকের জালেই উঠে এসেছে দুই থেকে পাঁচ কেজি ওজনের মাছ। ফলে এক প্রকার মাছ ধরার উৎসবেই মেতে ওঠে এলাকার মানুষ।
১৮ নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থিত এই নদীতে মাছ ধরার দৃশ্য দেখতে অনেকেই ছুটে আসেন আশপাশের গ্রাম থেকে। কেউ কেউ নদীঘাট থেকেই মাছ কিনে বাড়ি নিয়ে যান। বরাবাজার, আড়শা ও বলরামপুর থানার বিভিন্ন গ্রামের মানুষও বৃষ্টিকে উপেক্ষা করে ছুটে আসেন কুমারী নদীর ঘাটে।
Post Comment