insta logo
Loading ...
×

চোখের আলো ফেরাতে শিবির করল পুলিশ

চোখের আলো ফেরাতে শিবির করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

চোখের আলোয় নতুন করে দৃষ্টি ফেরাতে এক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করল পুরুলিয়া জেলা পুলিশ। পুরুলিয়া মফস্বল থানার উদ্যোগে ‘চোখের আলোয়’ প্রকল্পে শিবির আয়োজিত হয় পুরুলিয়া মফস্বল থানার ছররা কমিউনিটি হলে । অনুষ্ঠানের সূচনা করেন জেলার পুলিশ সুপার অভিজিৎ ববন্দ্যোপাধ্যায় । উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিনহা রায় সহ জেলার অন্যান্য প্রশাসনিক কর্তারাও।

শিবিরে মোট ৪২২ জন স্থানীয় বাসিন্দা তাদের চক্ষু পরীক্ষা করান। তাদের মধ্যে ১৭ জনকে ছানি অপারেশনের জন্য বাসে করে পাড়া থানার লোকেশ্বরানন্দ চক্ষু হাসপাতালে পাঠানো হয়। অংশগ্রহণকারীদের সঙ্গে মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে সমাপ্ত হয় শিবিরটি।

Post Comment