insta logo
Loading ...
×

চলছে সারের কালোবাজারি, অভিযোগ তুলে আন্দোলনে আদিবাসী কুড়মি সমাজ

চলছে সারের কালোবাজারি, অভিযোগ তুলে আন্দোলনে আদিবাসী কুড়মি সমাজ

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:

জেলার কৃষকদের স্বার্থে সারের কালোবাজারি রোধসহ একাধিক দাবি নিয়ে পুরুলিয়া জেলা কৃষি দফতরে ডেপুটেশন জমা দিল আদিবাসী কুড়মি সমাজ। ডেপুটেশনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দ্রুত সমস্যার সমাধান না হলে রাস্তায় নামতে বাধ্য হবেন তাঁরা।

প্রধান দাবি হিসেবে তুলে ধরা হয়েছে— সারের কালোবাজারি বন্ধ করে সরকারি নির্ধারিত সর্বাধিক খুচরা মূল্যে চাষিদের কাছে সার পৌঁছে দিতে হবে। পাশাপাশি বীজ ও কীটনাশকের বোতল বা প্যাকেটেও সঠিক মূল্য উল্লেখ করার দাবি জানানো হয়েছে। তাঁদের অভিযোগ, অতিরিক্ত দাম লিখে বহু সময় কৃষকদের বিভ্রান্ত করা হচ্ছে।

দাবিতে আরও বলা হয়েছে, কৃষকদের স্বার্থে একটি কৃষি কমিশন গঠন করে সার, বীজ ও কীটনাশকের দাম নিয়ন্ত্রণ করতে হবে। কৃষকদের কাছ থেকে সরকারকে সমস্ত ফসল কমপক্ষে ৩০ টাকা কেজি দরে কিনতে হবে। ভর্তুকির ক্ষেত্রেও দাবি স্পষ্ট— চাষিদের জন্য ৫৩ শতাংশ ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি সরবরাহ করতে হবে।

এছাড়া লাইসেন্সপ্রাপ্ত সারের ডিলারদের দোকানে খোলাখুলি দামের তালিকা টাঙিয়ে রাখতে হবে এবং প্রতিটি বিক্রিতে রসিদ দেওয়া বাধ্যতামূলক করতে হবে। এমন দাবিও তোলা হয়।

ডেপুটেশনকারীদের হুঁশিয়ারি, সরকারের তরফে দ্রুত পদক্ষেপ না হলে কুড়মি সমাজ আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে। উপস্থিত ছিলেন আদিবাসী কুড়মি সমাজের মূল খুঁটি মূল মানতা অজিত প্রসাদ মাহাতো।

Post Comment