insta logo
Loading ...
×

‘খেলা হবে’ দিবস-এ আড়শায় ম্যারাথন প্রতিযোগিতায় শামিল ৪০০-র বেশি যুবক

‘খেলা হবে’ দিবস-এ আড়শায় ম্যারাথন প্রতিযোগিতায় শামিল ৪০০-র বেশি যুবক

দেবীলাল মাহাত, আড়শা:

রাজ্য জুড়ে ১৬ই আগষ্ট পালিত হয় ‘খেলা হবে’ দিবস। ‘খেলা হবে’ দিবস উপলক্ষে ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন হল জঙ্গলমহল আড়শায়। শনিবার পুরুলিয়া জেলা আইএনটিটিইউসি-র উদ্যোগে এই ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত। আড়শা ব্লকের আহাড়রা মোড় থেকে আড়শা স্টেডিয়াম পর্যন্ত ৬ কিমি ম্যারাথন প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্তের ৪০০ জনেরও বেশি যুবক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এদিন প্রতিযোগীদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা ছিল যথেষ্ট। তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল কুমার জানান, “মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য জুড়ে আজকের দিনটি খেলা হবে দিবস হিসাবে পালিত হয়। জেলা আইএনটিটিইউ সি-র উদ্যোগে আজকে ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। খুব ভালো ভাবে ম্যারাথন প্রতিযোগিতায় শেষ হয়েছে। আগামী বছর আরও বড় আকারের ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হবে । তাতে দেশের বিভিন্ন রাজ্যের প্রতিযোগীরাও অংশ গ্রহণ করতে পারবেন।”

প্রতিযোগিতায় প্রথম , দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার লাভ করে যথাক্রমে রঘুনাথপুরের রমেশ বাউরি , পুরুলিয়া শহরের রুদ্র কর্মকার ও বান্দোয়ানের উজ্জ্বল কুমার মান্ডী। তাদের হাতে আর্থিক পুরস্কার ও ট্রফি তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলা যুব সভাপতি গৌরব সিং, সংখ্যালঘু সেলের জেলা সভাপতি সাদ্দাম আনসারি, আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি, তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি সুষেণ মাঝি, আড়শা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বিদ্যাধর মাহাত প্রমুখ। প্রসঙ্গত ২০২১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনটিকে ‘খেলা হবে’ দিবস ঘোষনা করেন । তারপর থেকেই রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্ন ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।

Post Comment